প্রকাশিত: ২১/০৬/২০২২ ৪:১২ পিএম


স্পেনের সৈকতে ঘুরতে গিয়ে সাগরের পানিতে কোনো পর্যটক প্রস্রাব করে ধরা পড়লে ৬৪৫ পাউন্ড (প্রায় ৭৩ হাজার টাকা) জরিমানা দিতে হবে। দেশটির গ্যালিসিয়া অঞ্চলের শহর ভিগোর আইন প্রণেতারা এমন আইন করেছেন। খবর ডেইলি মেইল।

স্থানীয় সিটি কাউন্সিল সৈকতের পানিতে প্রস্রাব করাকে ‘ছোট লঙ্ঘন’ ও ‘স্বাস্থ্যবিধি এবং স্যানিটারি নিয়মের লঙ্ঘন’ বলে চিহ্নিত করেছে।

কর্মকর্তারা পর্যটনের উচ্চ মৌসুমে সমুদ্র সৈকতে আরও বেশি পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনা করেছেন। তারা বলছেন, এর মাধ্যমে পর্যটকরা উপকৃত হবেন।
স্পেন আবর্জনা ফেলার বিরুদ্ধে সচেতনতা কর্মসূচী চালু করেছে। কেউ আবর্জনা ফেললে, সৈকতে গ্যাস সিলিন্ডার বা বারবিকিউ নিয়ে গেলে জরিমানার মুখে পড়তে হচ্ছে পর্যটকদের। সমুদ্রে সাবানের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া সমুদ্রে বিকিনি পরিহিত পর্যটকদের সতর্ক করা হয়েছে এবং মদ খাওয়ার সীমাবদ্ধতার বিষয়েও নতুন আইন করা হয়েছে।

করোনভাইরাস বিধিনিষেধ শিথিল করা এবং পর্যটনের পুনরুত্থানের পরে গত কয়েক মাসে পর্যটকের সংখ্যা বেড়েছে। ইউরোপ বিশেষ করে ব্রিটিশরা সবচেয়ে বেশি স্পেনের সৈকতে ভিড় করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...