ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৭/২০২৫ ১:২৩ পিএম

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১০ দিন চট্টগ্রামসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় আগামী ১০ দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টিপাতের এ প্রবণতা শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ নয়, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগেও এর প্রভাব থাকবে। পাশাপাশি ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগেও দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

nagad
nagad

চট্টগ্রামে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ হওয়ায় বাড়ছে অস্বস্তি। বৃষ্টির মধ্যেও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

তবে রবিবার (১৩ জুলাই) থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

KSRM
KSRM

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে, যার ফলে দক্ষিণাঞ্চলীয় বিভাগগুলোতে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।

এদিকে বৃহস্পতিবার (১০ জুলাই) দেশের মধ্যে সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মাদারীপুরে। চট্টগ্রামেও দিনের বিভিন্ন সময়ে কয়েক দফায় ভারী বৃষ্টিপাত হয়েছে।

টানা বৃষ্টির ফলে নগরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে আগ্রাবাদ, বাকলিয়া, চকবাজার, হালিশহর, কাপাসগোলা ও বহদ্দারহাট এলাকায় বাসিন্দারা চরম ভোগান্তির মুখে পড়েন।

এর মধ্যে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় নালায় পড়ে মারা যায় তিন বছরের এক শিশু।

পাঠকের মতামত

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...

আওয়ামী আমলে পাসপোর্ট জিম্মিচার বছর পর যুক্তরাষ্ট্রে গেলেন সাবেক জামায়াত নেতা শাহ জালাল চৌধুরি

দীর্ঘ চার বছর পর অবশেষে বিদেশ ভ্রমণের সুযোগ পেলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ...

উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী উৎসব

কক্সবাজারের উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ” জাঁকজম ভাবে এলবিই ...