জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২/০৭/২০২৫ ৪:৩৪ পিএম , আপডেট: ১২/০৭/২০২৫ ৪:৩৪ পিএম

গত দুই-তিন দিন আগে বান্দরবানের সাংগু নদীতে নিখোঁজ হওয়া উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে সাইফুল ইসলাম (২৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, সাইফুল ইসলাম পরিবারের কাজের প্রয়োজনে কয়েকদিন আগে বান্দরবানে গিয়েছিলেন। সেখানকার সাংগু নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযানে নামে।

নিখোঁজের দুই দিন পর, সাঙ্গু নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

মরদেহ সনাক্তের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...