প্রকাশিত: ০৮/১১/২০২১ ৬:০৭ পিএম

আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনদ্বীপে চার দেশের রাষ্ট্রদূতসহ ১২ জনের একটি প্রতিনিধিদল সফরে আসেন। সোমবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় টেকনাফ স্থল বন্দর থেকে কোষ্টগার্ডের স্পীডবোট (মেটাল সার্ক) যুগে সেন্টমার্টিনদ্বীপে পৌঁছালে তাঁদেরকে অভ্যর্থনা জানান সেন্টমার্টিনদ্বীপের কোষ্টগার্ড ইনচার্জ লেঃ কমান্ডার তারেক,নৌবাহিনীর ইনচার্জ লেঃ সাইফুল, পুলিশ ফাড়ীর ইনচার্জ সাইফুল, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ। উক্ত প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার,ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রু এবং জাপানের রাষ্ট্রদূত ইতো নোয়াকিসহ ১২ সদস্যের একটি প্রতিনিধিনদল সেন্টমার্টিন সফর করেন।

এসময় তাঁরা সেন্টমার্টনদ্বীপে অবস্থিত হুমায়ুন আহমদের রিসোর্ট সমুদ্র বিলাস পরিদর্শন করেন এবং বাংলাদেশ নৌবাহিনীর রিসোর্ট কোরাল ভিউতে জলবায়ু পরিবর্তন নিয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা যায়, উক্ত প্রতিনিধি দলটি সেন্টমার্টিন সফর শেষে বিকালে সেন্টমার্টিন ত্যাগ করেন।
এরপর তাঁরা বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা শিবির পরিদর্শন করে রোহিঙ্গাদের সাথে দেখা করেন।
এছাড়া সফরকালে প্রতিনিধিদলের সাথে শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনারের সাথে বৈঠক করারও কথা রয়েছে।
প্রসঙ্গত মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে উক্ত প্রতিনিধি দলটি কক্সবাজার ত্যাগ করবেন।

পাঠকের মতামত

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...