প্রকাশিত: ০২/০১/২০১৮ ৮:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৪ এএম

উখিয়া নিউজ ডটকম::

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধি দল বুধবার কক্সবাজার যাবে। প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার তথ্য সংগ্রহ করবে। এরপর তা প্রতিবেদন আকারে ওআইসি মহাসচিবের কাছে তুলে ধরবে।

ওআইসি’র এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে এই সফরের আয়োজন করা হয়েছে। প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে। ওআইসি’র স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন এবং মহাসচিবের দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মানবিক চাহিদা ও অন্যান্য ইস্যু নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। এ প্রতিনিধি দল মহাসচিবের কাছে প্রতিবেদন দেবে। এছাড়া আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও তা উত্থাপন করা হবে।খবর নয়া দিগন্তের

ওআইসি রোহিঙ্গা মুসলিমদের নিরাপদে ও মর্যাদার সাথে প্রত্যাবাসন এবং রাখাইন রাজ্যের উত্তেজনার মূল কারণ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সম্প্রতি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

পাঠকের মতামত

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...