প্রকাশিত: ১৩/০৪/২০১৭ ৭:১১ এএম

রামু প্রতিনিধি::
রামুতে পহেলা নববর্ষের অনুষ্ঠানে বোমা হামলার পরিকল্পনাকারি এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। আটক আলমগীর (৩২) রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাতটায় রামু থানার উপ-পরিদর্শক মুকিবুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।

উপ-পরিদর্শক (এসআই) মুকিবুল হোসেন জানান, নববর্ষের অনুষ্ঠানে হামলার পরিকল্পনাকারি সন্দেহে আলমগীরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে জানার জন্য রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের মুঠোফোনে কল করে সংযোগ পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...