ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ২:৪৬ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে এবার গোসলে নেমে প্রাণ হারিয়েছে স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী রাইয়ান নূর আবু সামিম। বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সৈকতে নিয়োজিত লাইফ গার্ডকর্মী ওসমান গনি।

নিহত রাইয়ান নূর আবু সামিম কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।

ওসমান গনি জানান, স্কুল মাঠে ফুটবল খেলার পর ৭-৮ জন শিক্ষার্থীর একটি দল শৈবাল পয়েন্টে গোসলে নেমে। ওখানে লাইফ গার্ডকর্মী দায়িত্ব পালন করে না। সাগরের ঢেউতে পানি খেয়ে একজন মুর্মূষু হয়ে গেছে এমন খবরে পোনা অহরণকারী ও বিমান বাহিনীর সদস্যরা তাকে হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে এক বছরে সাগরে গোসলে নেমে মৃত্যু হলো ১২ জনের।

এর মধ্যে গত ০৮ জুলাই (মঙ্গলবার) সকাল ৭টার দিকে অরিত্র হাসানসহ তার আরও দুই সহপাঠীসহ সাগরে ভেসে যায়। দু’জনের মরদেহ পাওয়া গেলেও অরিত্র হাসান এখনও নিখোঁজ রয়েছে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...