
প্রবাসীদের ভোটার করতে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে আন্তর্জাতিক মানের সেমিনার করা হবে বলে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের ১৭তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ দাবি করেন।
সভায় আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ইসির ভারপ্রাপ্ত সচিব জানান, সভায় নির্বাচন কমিশন যারা প্রবাসী ভোটার রয়েছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে একটি সেমিনার করা হবে। সেমিনারে যেসব সুপারিশমালা প্রণয়ন করা হবে তার আলোকে প্রবাসী ভোটার তালিকা নীতিমালা প্রণয়ন করা হবে। সভায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সার্কভুক্ত দেশগুলোর প্রধান নির্বাচন কমিশনারদের একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের সার্ভারের আরও অত্যাধুনিক করার বিষয়ে আলোচনা হয়েছে। ২০১২ সাল থেকে যেসমস্ত ভোটার জাতীয় পরিচয়পত্র পাননি এরকম ৯৩ লাখ ভোটারকে উৎসবমুখর পরিবেশে তাদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। হিজড়াদের ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গ পরিচয়ে ভোটার করতে আইনের নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে কমিশন সভায়।
ঢাকা সিটি নিয়ে সচিব বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উপ-নির্বাচন আইনি জটিলতার কারণে স্থগিত হওয়ার পেছনে নির্বাচন কমিশনের কোনো গাফিলতি ছিলনা।
আদেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, আমরা এখন পর্যন্ত বিস্তারিত আদেশ পাইনি। আমরা শুধু মিডিয়ার মাধ্যমে এবং উকিল প্রত্যায়নের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যখন আদেশটি হাতে পাব আমরা নির্বাচন কমিশনে উপস্থাপন করব।
নির্বাচন কমিশন পরবর্তী করণীয় নির্ধারণ করবে। কোন বিষয়গুলোতে নির্বাচন আটকে রয়েছে- জানতে চাইলে তিনি বলেন, কোন কোনে জায়গায়, কোন বিষয়ের ওপর মহামান্য হাইকোর্ট ওনাদের অবজারভেশনের আলোকে স্থগিতাদেশ দিয়েছেন সেটা আমরা জানতে পারিনি। উকিল নোটিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই উপনির্বাচন এবং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন স্থগিতাদেশ দেয়া হয়েছে তিন মাসের জন্য।
এর আগে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে ১৭ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। অপর চার নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত