প্রকাশিত: ১৮/১১/২০১৭ ৯:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৬ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ফারিখালের রাজঘাট এলাকায় প্রস্তাবিত রাবার ড্যাম নির্মিত হলে ভাগ্য বদল হবে ওই এলাকার হাজারো কৃষক পরিবারের।

শনিবার (১৮ নভেম্বর) ফারিখালের রাজঘাট এলাকায় রাবার ড্যাম স্থাপনের জায়গা নির্ধারণ ও পরিদর্শনে এসেছেন বিএসডিসির কনসালটেন্ট রুদ্র বাবু, সহকারী প্রকৌশলী আব্দু সত্তার, উপ-সহকারী প্রকৌশলী শেখ আহমদ, ঠিকাদারী প্রতিষ্ঠান আর্সিনাল ট্রেডিং কর্পোরেশনের মালিক শাহাজাদা রাজিব। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।

এসময় চাষি সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম বলেন, ‘আগে বর্ষায় পানি থাকলেও শুষ্ক মৌসুমে পানির অভাবে জমিগুলো পড়ে থাকতো। ফারিখালে রাবার ড্যামটি নির্মিত হলে একই জমিতে দু’বার চাষ করা যাবে এবং পানির সমস্যা থাকবে না।

জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের বিএডিসির রাবার ড্যাম সেচ প্রকল্পের আওতাধীন প্রায় সাড়ে ৬ কোটি ব্যায়ে নির্মিত হচ্ছে এই রাবার ড্যামটি। শীগ্রই শুরুর আশ্বাষ দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান আর্সিনাল ট্রেডিং কর্পোরেশনের মালিক শাহাজাদা রাজিব।

বিএডিসির কনসালটেন্ট রুদ্র বাবু উপস্থিত কৃষকদের বলেন, ড্যামের নির্মান কাজ ঠিকাদারী প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ড্যামটি নির্মাণের পর একটি সমিতি গঠন করার পর ড্যামটির পরিচালনা সমিতির কাছে হস্তান্তর করা হবে এবং সমিতির মাধ্যমে এটি পরিচালিত হবে।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...