কুকি-চিনের ঘটনা আমাদের চিন্তিত করেছে: সালাহউদ্দিন আহমদ
সাম্প্রতিক সময়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামক নিষিদ্ধঘোষিত সন্ত্রাসীগোষ্ঠীর ঘটনা চিন্তিত করেছে বলে জানালেন বিএনপির ...
দেশে নতুন করে আরও ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৩৪ জন।
রোববার এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, আমরা আরও ৪ জনকে হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন মহিলা। এদের মধ্যে ২ জনের বয়স ৩০-৪০ বছর। একজনের বয়স ৬০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে।
দেশে এখন মোট ৬২১ জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানান আইডিসিআর পরিচালক। তিনি দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ করেন। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
করোনা আক্রান্তদের মধ্যে আরও ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের মধ্যে একজন চিকিৎসক আছেন যিনি ঢাকায় এক করোনা রোগীকে চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন।
পাঠকের মতামত