
নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ
নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার লোকজনের সঙ্গে আমরা মিটিং করেছি। তাদেরকে নির্দেশ দিয়েছি, কেউ যেন শূন্যরেখা অতিক্রম করে কাঁটাতারের ওপারে না যান।’
সোমবার (১০ অক্টোবর) দুপুর ২টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়ার বিজিবি চৌকিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, ‘এখন হয়তো সব সময় সব জায়গায় নজরদারি করা যাবে না। আমরা চেষ্টা করি বাংলাদেশি লোকজন যেন সবসময় ওপারে না যায়। তারপরও মাইন বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটলেও আমরা কূটনৈতিকভাবে প্রতিবাদলিপি পাঠাই।’
রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে পাহারা জোরদার করা হয়েছে উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, ‘অনুপ্রবেশ ঠেকাতে আমরা মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়িয়েছি। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।’
তিনি আরও বলেন, ‘মিয়ানমার সীমান্তে সাময়িক কিছু সমস্যা হয়েছে। এতে দুই দেশের সীমান্তরক্ষীদের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। মিয়ানমারের কোনও নাগরিককে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে আগের তুলনায় জনবল বাড়িয়ে পাহারা জোরদার করা হয়েছে।’
এদিকে দুই প্রায় দুই মাস ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু এলাকায় ওপারে গোলাগুলি চলছে। কয়েক দিন পর পর এবং মাঝে মাঝে টানা কয়েকদিন গোলাগুলির শব্দ শোনা যায়। এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। আজ বিজিবির মহাপরিচালক পরিদর্শনে আসার আগেও টেকনাফ-তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে নিয়েছেন সীমান্তের বাসিন্দারা।
তুমব্রু সীমান্তের বাসিন্দা মো. হিরা জানান, আজ তুমব্রু সীমান্ত ঘুরে দেখেছেন বিজিবি মহাপরিচালক। তবে তিনি আসার আগে থেকে সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে। এই অবস্থায় সীমান্তর বাসিন্দারা আতঙ্কে দিন পার করছেন।
ঘটনাপ্রবাহঃ সীমান্ত
মিয়ানমার থেকে ছোঁড়া প্রত্যেকটি গুলির হিসাব রয়েছে
১০/১০/২০২২ ৬:৩১ পিএমউখিয়া সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা
১০/১০/২০২২ ৯:৪৩ এএমমিয়ানমার নিজের ফাঁদেই ধরা পড়বে, মনে করে বাংলাদেশ
২২/০৯/২০২২ ৭:৪৪ এএম‘শূন্যরেখায় হয় মরবো, না হয় মিয়ানমারে ফিরব’
২১/০৯/২০২২ ৮:০২ এএমপ্রত্যাবাসন ঠেকাতেই কূটচাল মিয়ানমারের
২১/০৯/২০২২ ৭:১৩ এএমশূন্যরেখায় রোহিঙ্গাদের প্রতিবাদ : নিরাপত্তা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি
২০/০৯/২০২২ ৯:১৬ এএমমিয়ানমার ইস্যুতে ৭ দেশের সঙ্গে বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ের
১৯/০৯/২০২২ ৬:৪৪ পিএমনাফ নদে ভেসে এলো অজ্ঞাত মরদেহ
১৯/০৯/২০২২ ৪:৪১ পিএমঘুমধুম সীমান্ত পরিদর্শনে শেষে যা বললেন জেলা প্রশাসক
১৯/০৯/২০২২ ২:৪৮ পিএমসীমান্ত থেকে ৩০০ পরিবার সরিয়ে নেবে প্রশাসন
১৯/০৯/২০২২ ৯:২৩ এএমবাংলাদেশের কোনো দুর্বলতা নেই, মিয়ানমারকে সুস্পষ্ট বার্তা
১৯/০৯/২০২২ ৯:১৭ এএমমিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
০৩/০৯/২০২২ ৫:২৬ পিএমপরবর্তীতে সতর্ক থাকবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
০১/০৯/২০২২ ২:৩৯ পিএমমিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ ঢাকার
২৯/০৮/২০২২ ৬:৪২ পিএমরোহিঙ্গা ক্যাম্পে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখছি – স্বরাষ্ট্রমন্ত্রী
২৮/০৮/২০২২ ১০:০৫ পিএমমর্টার শেলের ঘটনায় মিয়ানমারকে কঠোর বার্তা দেওয়া হবে: পররাষ্ট্র সচিব
২৮/০৮/২০২২ ১০:০৩ পিএমআতঙ্কে শূন্যরেখায় থাকা রোহিঙ্গা সহ স্থানীয়রা
২৮/০৮/২০২২ ৬:৩৩ পিএমঘুমধুম এসে পড়ল মিয়ানমারের মর্টারশেল
২৮/০৮/২০২২ ৫:১৩ পিএম
পাঠকের মতামত