প্রকাশিত: ০২/০৩/২০২০ ৮:২৩ পিএম

সাভার থেকে চুরি হওয়া ৭ মাসের শিশুটিকে প্রায় ১২ ঘন্টার ব্যবধানে উদ্ধার করেছে র‌্যাব। ২ মার্চ ফরিদপুরের সালথা থানার বড় খায়েরদিয়ায় অভিযান চালিয়ে শিশু ফাহিমকে উদ্ধার করা হয়। এ সময় চুরি ঘটনায় জড়িত থানার অভিযোগে জেসমিন ও তার সহযোগী জাহিদ শেখকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, শিশুটির মা শারমিন আক্তার স্কয়ার হাসপাতালে সহকারি নার্স হিসেবে কর্মরত। তিনি স্বামী ও সন্তানকে নিয়ে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি পশ্চিম পাড়ায় থাকেন। ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিশু ফাহিমকে নানী পারুল বেগমের কাছে রেখে রাত্রিকালীন ডিউটিতে যায় শারমিন। পারুল যখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন, এই সুযোগে জেসমিন কৌশলে শিশুটিকে ছাদে নেওয়ার কথা বলে চুরি করে ফরিদপুরে চলে যায়।

এ ঘটনায় শারমিন র‌্যাব-৪ এ অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে শিশু ফাহিমকে উদ্ধারে অভিযান শুরু করে র‌্যাব। আসে সফলতাও। গ্রেফতার করা হয় জেসমিন ও জাহিদকে। তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ফাহিমকে। উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলে মা ও শিশুর কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বিক্রির করার উদ্দেশে শিশুটিকে চুরি করেছে বলে আসামিরা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন পেতে মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা ...

চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার জন্য মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির ...