প্রকাশিত: ১৪/০৬/২০২০ ৭:১৪ এএম

কক্সবাজারে আবারও একদিনে ৫৬২ জনের করোনা টেষ্ট হয়েছে। এদের মধ্যে ৭৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। যাদের মধ্যে কক্সবাজার সদরে সর্বাধিক ৪২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্য মতে, শনিবার (১৩ জুন) একদিনে ৫৬২ জন নতুন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা টেষ্ট হয় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এদের মধ্যে ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে কক্সবাজার জেলার ৭২ জন, চট্টগ্রামের লোহাগাড়ার দুইজন, বান্দরবান জেলার একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরের একজন রয়েছেন।

সুত্র মতে, কক্সবাজার জেলায় শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদরে ৪২ জন, রামু উপজেলায় ৫ জন, টেকনাফ উপজেলায় ১০ জন, ‍উখিয়া উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ১০ জন ও মহেশখালী উপজেলায় একজন রয়েছেন।

অপরদিকে এ দিন ৪৮৬ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...