প্রকাশিত: ১৪/১০/২০২১ ২:১৬ পিএম

শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

৫ দিন আগে ধুমধামের সঙ্গে বিয়ে হয়, হাতে মেহেদির দাগ মুছেনি। রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে রুবেল নামে এক যুবকের।

এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, ইউনিয়নের সন্দীপ পাড়ায়।

সে ওই গ্রামের নুরুল হুদার ছেলে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে না ওঠায় নববধু কামরুন নাহার ডাকতে গেলে তার অবস্থা অস্বাভাবিক দেখে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী রুবেলের চাচাতো ভাই আবদুল খালেক জানান, বড়ঘোপ বাজারের আবিদ কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন রুবেল।উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী গ্রামের মৃত আজিজুল হকের কন্যা কামরুন নাহার (১৯) কে বিয়ে করে।

এদিকে, রুবেলের মৃত্যুর সংবাদে কনের বাড়িতেও চলছে শোকের মাতম। কিছুতেই যেন এমন মৃত্যু মেনে নিতে পারছে না তারা।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...