প্রকাশিত: ২২/০২/২০২০ ৩:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
চার হাজার ইয়াবাসহ তৈয়বা খাতুন (৪০) নামের নারীকে আটক করেছে র‌্যাব। ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩ টায় উখিয়া বালুখালী দুই নম্বর গজঘোনা গ্রামের হামিদ হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের সময় নারীটি য় ওই বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে র‌্যাব দাবি করেছে। আটক তৈয়বা খাতুন একই এলাকার মো. আলী মিয়ার মেয়ে। র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, হামিদ হোসেনের বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তৈয়বা খাতুনকে আটক করা হয়। এসময় ওই ঘর তল্লাশী করে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

মানবপাচার মামলার চার্জশীট থেকে বাদ যেতে মরিয়া টেকনাফের সাব্বির আহমদ সবুয়া

টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ার আলোচিত ইয়াবা ডন ও মানবপাচারকারী সাব্বির আহমদ প্রকাশ সবুয়া ...

কারাগার থেকে বের হয়ে আবারো রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ ও ইয়াবা নিয়ন্ত্রণে নবী হোসেন গ্রুপ

রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত নবী হোসেন কারাগার থেকে বের হয়ে ফের বেপরোয়া হয়ে উঠেছে। তার বাহিনীর ...

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...