প্রকাশিত: ২৮/০৩/২০২২ ১০:২৭ এএম

যুদ্ধবিরতির বিষয়ে সোমবার তুরষ্কে ইউক্রেন-রাশিয়ার দ্বিতীয় দফার শীর্ষ পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ইউক্রেনের রাজনীতিবিদ ডেভিড আরাখামিয়া ফেসবুকে একটি পোস্টে বলেন, “২৮-৩০ মার্চ পর্যন্ত তুরস্কে দ্বিতীয় দফার শীর্ষ পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হবে।”

এদিকে রাশিয়ার পক্ষ থেকে এই বৈঠকের কথা নিশ্চিত করেছেন রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি। তবে তিনি জানিয়েছেন, এই বৈঠক মঙ্গলবার শুরু হবে এবং বুধবার শেষ হবে।

এর আগে গত ১০ মার্চ কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয় ইউক্রেন-রাশিয়ার শীর্ষ পর্যায়ের প্রথম দফার বৈঠক। এর আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকেই দুই দেশ প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

মিয়ানমারে জান্তাবিরোধী সশস্ত্র যুদ্ধ থেকে পিছু হটল প্রভাবশালী গোষ্ঠী

মিয়ানমারের জান্তাবিরোধী যুদ্ধে সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ)। গত কয়েক ...

মিয়ানমার সামরিক বাহিনীর নির্বাচন পরিকল্পনায় ভারতের সমর্থন

ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মিয়ানমারের সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ভারত, মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সোমবার ...