প্রকাশিত: ২১/০৫/২০২২ ১০:২৩ পিএম

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি পাঁচ দিনের সফরে আজ শনিবার ঢাকায় এসেছেন। তিনি কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা অব্যাহত রাখার ক্ষেত্রে দাতাদের ভূমিকা রাখা যে জরুরি, তা তুলে ধরবেন।

আজ ঢাকায় জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিলিপ্পো গ্রান্ডি কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি প্রধান দাতা ও মানবিক সহায়তায় যুক্ত অংশীদারদের সঙ্গে আলোচনার সময় মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেবেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার এবার কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় তিনি রোহিঙ্গাদের চাহিদা, তাদের সামনে চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ প্রসঙ্গে তাদের কাছে জানতে চাইবেন।

ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত ও হাইকমিশনারের জ্যেষ্ঠ উপদেষ্টা হারভে ডি ভিলেরোচে ফিলিপ্পো গ্রান্ডির সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর পর এটি ফিলিপ্পো গ্রান্ডির তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর। এর আগে তিনি ২০১৭ সালের সেপ্টেম্বরে এবং ২০১৯ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সফর করেছিলেন। দ্বিতীয়বার বাংলাদেশ সফরের এক মাস পর, অর্থাৎ ২০১৯ সালের মে মাসে মিয়ানমার সফর করেছিলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ ও মিয়ানমার ২০১৭ সালের নভেম্বরে প্রত্যাবাসন চুক্তি সই করেছিল। আর ওই চুক্তি বাস্তবায়নের জন্য দুই দেশই ইউএনএইচসিআরের সঙ্গে আলাদা আলাদাভাবে চুক্তি সই করেছে। যদিও দুই দফা তারিখ চূড়ান্ত করেও বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে ব্যর্থ হয়েছে

পাঠকের মতামত

চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...