প্রকাশিত: ০৩/০৪/২০১৭ ২:৫৪ পিএম , আপডেট: ০৩/০৪/২০১৭ ৩:৫১ পিএম

ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারে  উখিয়ায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আয়োজনে ৪ দিন ব্যাপী জাতীয় সম্মেলন শুরু  হয়েছে। 

৩ এপ্রিল (সোমবার) সকাল ৯টায় আর্ন্তজাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ও আঞ্চলিক সহযোগী চুক্তি সংস্থার (আরসিএ) যৌথ উদ্যোগে কক্সবাজারের ইনানীর রয়েল টিউলিপ সী পার্ল রিসোর্টে  ৩৯তম সম্মেলনের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
বিশেষ অতিথি ছিলেন ড. নাঈয়ুম চৌধুরী এবং টিসি এশিয়া ও প্যাসিফিক পরিচালক নাজাত মোক্তার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার মো. মনজুরুল হক। ড. আলেয়া বেগম, ভারপ্রাপ্ত পরিচালক, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের জন্য জাতির জনক বঙ্গবন্ধুর অসামান্য অবদান রেখেছেন। বাংলাদেশে আনবিক শক্তি কমিশনকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী অবদান রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত: ড. ওয়াজেদ মিয়ার।

সম্মেলনে বাংলাদেশ সহ ১৯ দেশের মধ্যে অষ্ট্রেলিয়া, কলম্বিয়া, চীন, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, লাও এফডিআর, মালেয়শিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, রিপাবলিক অব কোরিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনাম, আরসিএ আরও কোরিয়া, আরসিএ পিএসি অষ্ট্রেলিয়া। প্রথম দিনের সম্মেলনে অংশগ্রহণ করেনি ৩ দেশের মধ্যে জাপান, ফালাও, সিঙ্গাপুর।
চারদিনের এই সম্মেলনে প্রতিনিধিদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। আগামী ৬ এপ্রিল সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...