
নিজস্ব প্রতিবেদক ::
সেন্টমার্টিন দ্বীপ থেকে মিয়ানমারের মুদ্রা ৫০ হাজার কিয়াতসহ এক মাদক ব্যবসায়ী আটক। ছবি : আমাদের সময়
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে মিয়ানমারের মুদ্রা ৫০ হাজার কিয়াতসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। আটক ওই ব্যক্তির নাম মো. রুবেল (২৭)।
আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মিয়ানমারের একটি সিমকার্ড ও দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোস্ট গার্ড পূর্ব জোন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ সেন্টমার্টিনের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
তিনি আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ী লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার হাজির পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে। তার কাছে গাঁজা পাওয়া গেছে। সেগুলো তিনি বিক্রির উদ্দেশে রেখেছিলেন।
আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কাজ চলছে।
পাঠকের মতামত