প্রকাশিত: ২৪/১০/২০১৯ ১১:১৬ এএম , আপডেট: ২৪/১০/২০১৯ ১১:১৬ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের কলাতলী লাইটহাউস পাড়ায় পতিতাপল্লী খ্যাত কটেজ জোনের বেশ কয়েকটি আবাসিক কটেজে অভিযান চালিয়েছে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার সন্ধ্যায় দুই ঘন্টাব্যাপী এ অভিযানে নেতৃত্বে দেন ডিবির ইন্সপেক্টর আশরাফুজ্জামান।

অভিযানে আরো অংশ নেন, কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইন্সপেক্টর এসএম আতিকুল্লাহ, ইন্সপেক্টর মানুষ বড়ুয়া, এসআই মাসুম খান, এসআই রাজীব কুমার সূত্রধর, এসআই জনি দেবদাস সঙ্গীয় ফোর্স।

এসময় ড্রীম রিসোর্ট , আল কাফি কটেজ, সাজ্জাদ কটেজ, নতুন সবুজ কটেজ, আমির ডিম কটেজ, সি ডাউন কটেজ, ঢাকার বাড়ি-১কটেজ, ঢাকার বাড়ি-২ ও শারমিন কটেজ থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে শতাধিক পতিতা ও খদ্দের আটক করা হয়।

আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জানা গেছে, কলাতলী লাইট হাউজ পাড়া কটেজ জোন এলাকায় আবাসিক কটেজের আড়ালে দীর্ঘদিন ধরে নারী নিয়ে ব্যবসার পাশাপাশি মাদক সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছিল।

Loading…
সুত্রে আরো জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে ওইসব পতিতা ইয়াবা,পতিতা ও খদ্দের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার ও পতিতাবৃত্তির ধারায় মামলা দায়ের করা হয়। এরপর অনেকে দীর্ঘদিন কারাভোগের পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ফের জড়িয়ে পড়ে অনৈতিক ব্যবসায়।কটেজ জোন এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে এধরনের অনৈতিক ব্যবসা নিয়ন্ত্রণ করে আর্থিক ভাবে লাভবান হলেও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন অবনতির দিকে ধাবিত হচ্ছিল।

কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর আশরাফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী লাইট হাউজপাড়া কটেজজোন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে কটেজ থেকে আটক করা হয় পতিতা, খদ্দের ও দালাল।

আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মাদক, পতিতাবৃত্তি, ছিনতাইকারী সহ সব ধরনের অপরাধ রোধে গোয়েন্দা শাখা অভিযান অব্যাহত রাখবে।

কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মানষ বড়ুয়া জানান, আটককৃত পতিতা, দালাল ও খদ্দরের বিরুদ্ধে ডিবির পক্ষ থেকে ইন্সপেক্টর আতিক উল্লাহ ও এসআই রাজিব কুমার সুত্রধর বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়েরে করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেলা গোয়েন্দা শাখা পুলিশের অভিযানে খবর ছড়িয়ে পড়লে আশপাশে কটেজগুলো থেকে আরো অন্তত অর্ধশতাধিক পতিতা কৌশলে রংধনু কটেজ সড়ক দিয়ে নিরাপদে সরে পড়ে।

পাঠকের মতামত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে ‘কোর্টবাজার দোকান মালিক সমিতি’

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত কোর্টবাজারের ব্যবসায়ীদের পরিবারের ...

‘প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে’ সরকারি চাকরির আড়ালে ইয়াবা ব্যবসা!

কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে’ সরকারি চাকরির আড়ালে ইয়াবা ব্যবসা মনিরের, ১ লাখ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের নির্দেশনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ...

ইসিএ এলাকা থেকে ৬ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করলেন উখিয়ার এসিল্যান্ড

১৯৯৯ সালে পরিবেশ অধিদপ্তর উখিয়াকেও পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) এলাকা হিসেবে ঘোষণা করে। মেরিন ড্রাইভকে ...