উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শিক্ষকতা একটি মহান পেশা। সকলের কাছে শিক্ষকদের মর্যাদা ও সম্মান আমরণ। কারণ সম্পদের ক্ষয় আছে বা ফুরিয়ে যেতে পারে কিন্তু শিক্ষা বা ইয়ানের কোন ক্ষয় নেই।
উখিয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ থেকে অবসরজনিত কারণে বিদায় নেওয়া চার শিক্ষককে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শনিবার (২ নভেম্বর) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শাহজাহান চৌধুরী আরো বলেন, ‘উখিয়ার মানুষের কথা ভেবে এই কলেজ প্রতিষ্ঠা করেছি, প্রতিষ্ঠাকালীন সময়ের শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকার চেয়েছিলেন কলেজ আমার নামে নামকরণ করতে। আমি তা হতে দিইনি, হাজার বছর ধরে এটি উখিয়ার নামেই থাকবে।’
আগামীতে উখিয়া কলেজকে সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তর করার প্রত্যয় ব্যক্ত করে এডহক কমিটির সভাপতি হিসেবে এসময় তিনি শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
বিদায় নেওয়া শিক্ষকদের অবদানের কথা তুলে ধরতে গিয়ে কলেজের যাত্রাকালীন দিনগুলোর স্মৃতিচারণ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে এডহক কমিটির দাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহজালাল বলেন, ‘আমরা উখিয়া কলেজ’কে কক্সবাজার জেলার মডেল হিসেবে দেখতে চাই, আগামীর পরীক্ষা হবে আমাদের জন্য চ্যালেঞ্জ।’
অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহবান জানান এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড.মোকতার আহমেদ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক যথাক্রমে – বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আহমদ ফারুক, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আলমগীর মাহমুদ,দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা শ্রীমতি শিল্পী পালকে সম্মাননা স্মারক তুলে দিয়ে সংবর্ধিত করা হয়।
বক্তব্যে স্মৃতিকাতর হয়ে পড়েন সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ। তিনি বলেন, ‘প্রতিষ্ঠা লগ্ন থেকে যুক্ত হয়ে ইতিহাসের অংশ হয়েছি,চারবছরের জন্য অধ্যক্ষের চেয়ারে ছিলাম। আমাকে আপনারা কোনো কষ্ট দেননি বরং আমি আপনাদের দিয়েছি।’
উপাধ্যক্ষ ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে এবং এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন
টেকনাফ উপজেলার নাজির পাড়ার বাসিন্দা মো.জুবাইয়ের হত্যাকান্ড ঘিরে রহস্যের দানা বাঁধছে।গ্রেপ্তার দুই আসামীর ১৬৪ ধারায় ...
পাঠকের মতামত