প্রকাশিত: ১৮/০৫/২০২০ ৯:২৫ এএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার শহরের প্রবেশপথ লিংকরোডে ১০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপার আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় ট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো ট-২২-৭৭০৮ জব্দ করা হয়েছে।

রবিবার (১৭ মে) দিবাগত রাত ১২ টার দিকে এই অভিযান চালানো হয়।

আটক ট্রাক চালকের নাম মোঃ দুখু মিয়া (৩৪) ও হেলপারের নাম মোঃ ফয়সুল ইসলাম রানা (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিংকরোড ফরেস্ট চেকপোস্ট সংলগ্ন হাজী গফুর মার্কেটের সামনে হতে ১০ হাজার ইয়াবাসহ চালক-হেলপারকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটিও।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সোমেন মন্ডল।

পাঠকের মতামত

এনজিও সংস্থা সিএনআরএসের ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে অনিয়ম

কক্সবাজারে জলবায়ু পরিবর্তনে সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নামের একটি ...

কক্সবাজার হোটেল মিশুকে জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল

কক্সবাজারের হোটেল মিশুকে এক জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল ধরিয়ে হয়রানি করার ...