প্রকাশিত: ১৭/০৫/২০২০ ১:১৯ পিএম

রোমানা ইয়াছমিন পুতুল::
নিষিদ্ধ তবুও শার্ক মাছ বিক্রি হচ্ছে টেকনাফ উপজেলার হ্নীলা মাছ বাজারে। বেশ কয়েকদিন ধরে শার্ক মাছের এই ছোট ছোট বাচ্চা বিক্রি হলো প্রকাশ্যে।

বিক্রেতার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, সমুদ্র থেকে আমরা এই সব শার্কের বাচ্চা জালের মাধ্যমে ধরে এখানে বিক্রির জন্য নিয়ে এসেছি।

এই সব শার্ক মাছ ধরা নিষিদ্ধ এই কথা বিক্রেতাকে স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, আমরা গোপনে এই সব মাছ শিকার করি।

এই সব কারা খায়? তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সাধারণত হিন্দু মুসলিমরা শার্ক মাছ খায় না। যারা বৌদ্ধ সম্প্রদায়ের আছেন শুধু মাত্র তারায় শার্ক মাছ খায়।

সামুদ্রিক জীব গবেষকরা বলেন,” গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মাছ ধরার হাজারো ফাঁস জালে আটকা পড়ে ডিম পাড়তে আসা মা কচ্ছপের মৃত্যু যেমন হচ্ছে, তেমনি ২০০ গ্রাম থেকে তিন মণ ওজনের অসংখ্য শার্কও ধরা পড়ছে। ইলিশের মতো আইন করে শার্ক নিধন বন্ধ করাও জরুরি।

মৎস্যজীবীদের হানায় সমুদ্রের নীচের খাদ্যশৃঙ্খলে টান পড়ছে। বিপন্ন হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র।

পাঠকের মতামত

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...

এনজিও সংস্থা সিএনআরএসের ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে অনিয়ম

কক্সবাজারে জলবায়ু পরিবর্তনে সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নামের একটি ...