প্রকাশিত: ১৯/১০/২০১৬ ৭:৪৯ এএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::

টেকনাফে ১ধর্ষককে আটক করেছে মডেল থানার পুলিশ। তাকে সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুত্র জানায়, ১৮অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে থানার সেকেন্ড অফিসার এস.আই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে পুলিশ উপজেলার হ্নীলা ফুলের ডেইল এলাকা থেকে মুফিজুল আলম নয়ন নামের এক ধর্ষককে আটক করে। ধৃত ধর্ষক পশ্চিম লেদা এলাকার এজাহার মিয়ার পুত্র বলে জানাগেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, গত ১৩অক্টোবর বৃহস্পতিবারে পশ্চিম লেদা এলাকায় প্রতিবন্ধী মা-বাবার কিশোরী কন্যাকে ধর্ষণ করে আটক মুফিজুল আলম নয়ন। ঘটনার পর থেকে পুলিশী ভয়ে ধর্ষক মুফিজ এলাকা ছেড়ে ফুলেরডেইল গ্রামে আত্মগোপন করে। খবর পেয়ে পুলিশ ঐএলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) শেখ মো: আশরাফুজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সত্য প্রমাণিত হয়েছে। আটক ধর্ষককে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে কক্সবাজার-কুয়াকাটা পরিচ্ছন্ন রাখতে পরিবেশ উপদেষ্টার নির্দেশ

আসন্ন পর্যটন মৌসুমে দেশের প্রধান পর্যটন এলাকা কুয়াকাটা ও কক্সবাজারের পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...