প্রকাশিত: ১৩/০৫/২০১৮ ৯:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০০ এএম

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদরদের চিরতরে প্রতিহত করতে হলে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবারো বিজয়ী করতে হবে। তারা এদেশে রাজনীতির সুযোগ পেলে স্বাধীনতা বিপন্ন করে দেবে। এদের কারনে কেবল স্বাধীনতা অর্জন কঠিন হয়নি, উন্নয়ন থেকেও মানুষ বঞ্চিত ছিলো। জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে একাত্তরের ঘাতকদের বিচার করা হচ্ছে। এখন মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করছে। দেশ এখন উন্নয়নশীল হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছে। বেড়েছে মানুষের জীবনমান। উন্নয়নের এ ধারা ধরে রাখতে হলে তাঁতীলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এখন থেকে নির্বাচনে জয়ের প্রস্তুতি নিতে হবে।

রামু উপজেলা তাঁতীলীগের কর্মীসভা এবং কক্সবাজার জেলা তাঁতীলীগের আহবায়ক আরিফুল মওলা চৌধুরী ও সদস্য সচিব নুরুল আমিন চৌধুরী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন।

শনিবার (১২ মে) রাতে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন, আওয়ামীলীগ নেতা মাসটার ফরিদ আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু।

রামু উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম শাকিল, জেলা তাঁতীলীগ সদস্য আনছারুল হক ভূট্টো, আনোয়ার হোসেন ও মনজুর আলম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক খালেদ হোসেন টাপু, রামু উপজেলার ১১ ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, রামু উপজেলা তাঁতীলীগের সিনিয়র সহ সভাপতি মো. ছৈয়দ, সাংগঠনিক সম্পাদক রুপায়ন বড়–য়া, অর্থ সম্পাদক টিপু বড়–য়া প্রমূখ।

পাঠকের মতামত

সময়ের আলো’র নাইক্ষ‌্যংছড়ি প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক নুর মোহাম্মদ

দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে চুড়ান্ত নিয়োগ পেলেন ...