ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০১/২০২৬ ৬:৫০ পিএম

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই সোমবার মধ্যরাতে দেশে ফেরেন প্রবাসী আসলাম। পরদিন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন, ফেরেন লাশ হয়ে। এ ঘটনায় বর-কনের পরিবারে আনন্দের বদলে বইছে কান্নার রোল।

নিহত আসলাম (২৪) সখীপুর উপজেলার বড়চওনা বেলতলী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আজ বুধবার সকাল ১১টার দিকে চড়চওনা বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে।

তিন বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন আসলাম। বিয়ের জন্যই সোমবার রাত ১২টার দিকে দেশে ফেরেন তিনি।

স্বজনদের ভাষ্য, বিয়ের দিন-তারিখ ছিল আগামী শুক্রবার। সে অনুযায়ী আসলাম দেশে ফেরার পর থেকেই বিয়ের ধুমধাম আয়োজনে ব্যস্ত হয়ে ওঠে পুরো পরিবার। মঙ্গলবার বড়চওনা বাজারে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হন আসলাম। পথে মোটেরপুকুরপাড় এলাকায় অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি। এভাবে তার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। বিয়ে বাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। বাড়িতে চলছে আহাজারি।

নিহত আসলামের বাবা হেলাল উদ্দিন বলেন, ‘ঋণ-ধার করে ছেলেক বিদেশ পাঠিয়েছিলাম। কিছুটা সচ্ছলতা ফিরে আসায় ছেলে বিয়ে করতে ছুটিতে এসেছিল। বিয়ের সব প্রস্তুতিই সম্পন্ন ছিল। শুক্রবার ছিল বিয়ের নির্ধারিত আয়োজন। দুর্ভাগ্য, সেই ছেলে পৃথিবী ছেড়ে চলে গেল।’

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...