প্রকাশিত: ১০/০৫/২০২০ ৬:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামে জনগণের চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায় আজ থেকে পাঁচ মাস আগে স্থানীয় ইউপি সদস্য সোনা আলীর তত্বাবধানে কাজের বিনিময়ে টাকা(কাবিটা) প্রকল্পে স্থানীয় এলজিইডি সড়ক থেকে মেরিন ড্রাইভ সড়ক পর্যন্ত শতশত মানুষের চলাচল ও উপকারের জন্য একটি সড়ক তৈরি করে। উক্ত সড়ক নির্মাণে দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হওয়ার পর হঠাৎ গত কয়েকদিন আগে একদল লোক জমির মালিকানা দাবী নিয়ে রাস্তাটির কিছু অংশ কেটে দেয়। বাহারছড়া ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ সোনালী বলেন সরকারী টাকায় রাস্তা করলাম জনগণের জন্য। অথচ এখন আমাদের অনেক বদনাম। স্থানীয় মৃত জাফর আহমদের পূত্ররা তাদের জমি আছে বলে রাতের আধাঁরে রাস্তাটি কেটে দিলে তাতে ক্ষুদ্ধ হয়ে স্থানীয় জনগণ তার প্রতিবাদ করায় তারা সংঘর্ষে জড়ায়। এ সময় সেলিম নামক একজন ছাত্রের মাথায় সামান্য আঘাত হয়ে রক্ত বের হয়। সেই ছাত্র আবার উল্টো আমিসহ আমার ছেলের বিরুদ্ধ মামলা করল। অথচ ঘটনা স্থলে আমরা কেউ উপস্থিত ছিলাম না। আমি একজন হার্টের রোগী। ভালভাবে চলাফেরা করতেও কষ্ট হয়। আমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা জামিনের পর অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিব এবং আইনি সহায়তা নেব।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলম বলেন রাস্তাটির ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সার্বিক বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন রাস্তাটি কি ভাবে নির্মিত হয়েছে তা আমি এখনো অবগত নই। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকার শতশত মানুষের অভিযোগ স্থানীয় মৃত জাফর আহমদের পূত্র আজিজ উল্লাহ, সেলিম উল্লাহ, আলী আকবর সহ একদল যুবক রাস্তায় তাদের জমি আছে বলে রাতের আধাঁরে রাস্তাটি কেটে দেয়। এতে আমরা প্রতিবাদ করলে তারা আমাদের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়। আর অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আজিজ উল্লাহ বলেন আমাদের উপর সোনালী মেম্বারের লোকজন অর্তকিত হামলা করেছে। এর অন্যতম কারণ সোনালী মেম্বারের দূর্নীতির বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ হওয়াই সেখানে আমাকে সন্দেহ করেছে। তাতে তারা এই হামলা করেছে।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...