প্রকাশিত: ১৭/০৬/২০২০ ১:০০ পিএম

বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলামের পর তার মেয়েও করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষায় তার মেয়েসহ নতুন করে আরও আটজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা জানান, মঙ্গলবার জেলার ৬৪টি নমুনা পরীক্ষায় জেলা প্রশাসকের মেয়েসহ আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবান জেলায় নতুন আক্রান্ত আটজনের মধ্যে সদরের সাতজন ও একজন নাইক্ষ্যংছড়ি উপজেলার।

সদরের আক্রান্তরা হলেন-বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলামের মেয়ে (১৫), জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাজমুল হাসান, জেলা প্রশাসকের সিএ আমিন উল্লাহ, সিভিল সার্জন অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী, বালাঘাটা এলাকার একজন, বাকি দুজনের ঠিকানা এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, গত ১১ জুন বান্দরবান জেলা প্রশাসকের করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। গত ১০ জুন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বান্দরবান সদর ও রুমা উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করে লকডাউন করা হয়েছে।

পাঠকের মতামত

টানা ১০ দিন ঝরবে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১০ দিন চট্টগ্রামসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকার ...

ভোটার তালিকায় রোহিঙ্গা নিয়ে বেকায়দায় নির্বাচন কমিশন

মিয়ানমারে অত্যাচার-নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার ও নোয়াখালীর কয়েকটি ক্যাম্পে ...

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: প্রেস সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ...