প্রকাশিত: ১৫/০৮/২০১৭ ৯:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৬ পিএম

বিনোদন ডেস্ক::
১৫ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে নৃশংসভাবে নিহত হন বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা। দিনটিকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিভিন্নভাবে স্মরণ করছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এদিকে ঢাকাই ছবির চিত্রনায়ক শাকিব খান বর্তমানে ‘আমি নেতা হবো’ ছবির শুটিংয়ে কক্সবাজারে রয়েছেন। শুটিং চলছিল ছবিটির। আর আজ শোক দিবসে বঙ্গবন্ধুকে শ্রদ্বা জানাতে শুটিং বন্ধ রাখলেন ঢালিউডের কিং খান। শাকিব এখন কক্সবাজারে হোটেল রিগ্যাল প্যালেসে রয়েছেন। আর সে হোটেলেই আজ (১৫ আগস্ট) দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি ও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।

এ বিষয়ে শাকিব খান বলেন,‘জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের জন্য আত্মত্যাগের কথা সবাই জানেন। তাঁর জন্যই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি একজন শিল্পী। শিল্পী হিসেবে দেশের প্রতি আমার দায়িত্ব রয়েছে। আমি আমার জায়গা থেকে দেশের জন্য কাজ করে চলছি। এছাড়া আজ জাতির জনকের ৪২তম শাহাদৎ বার্ষিকীতে শ্রদ্বা জানাতে শুটিং বন্ধ রেখেছি।’

প্রসঙ্গত ‘আমি নেতা হব’ ছবিতে শাকিব এর বিপরিতে অভিনয় করছেন মিম। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রযোজক সেলিম খান। এদিকে গত ১৮ জুলাই এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এর অন্তর্ভুক্ত ১৮টি সংগঠনের সদস্যদের শাকিবের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। সেই বিজ্ঞপ্তির কার্যকারিতা ‘আমি নেতা হবো’-সহ তিনটি ছবির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

প্রিয় বিনোদন/গোরা

পাঠকের মতামত

চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...