প্রকাশিত: ২৯/০৪/২০২০ ৩:৫৫ এএম

টেকনাফ প্রতিনিধি :

করোনা আক্রান্ত সন্দেহে কক্সবাজারের টেকনাফ মডেল থানার কর্মরত ২০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে টেকনাফের আরও ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।

তিনি বলেন, সীমান্তে করেনা বিস্তার ঠেকাতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে পুলিশও কাজ করে যাচ্ছেন। এই উপজেলায় এখন পর্যন্ত এক চিকিৎসকসহ ৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের কার্যক্রমে সঙ্গে সম্পৃক্তায় করেনা সন্দেহ ২০ পুলিশ সদস্যর নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। রির্পোট পেলে বিস্তারিত বলা যাবে।

এদিকে করোনা সন্দেহে টেকনাফ উপজলা ২৮ এপ্রিল পর্যন্ত মোট ২৭৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে এক চিকিৎসকসহ ৪ জনের ফলাফল পজেটিভ এসেছে।

পাঠকের মতামত

ওয়ার্ল্ড ভিশনের জরিপচাকরি বেশি করেন উখিয়ার মেয়েরা

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের হার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এমন চিত্র ...

প্রেমিক জুটি আটক, গরিবের মেয়ে বলে মেনে নিতে নারাজ ছেলে পক্ষ

টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার স্থানীয় বাসিন্দারা প্রেমিক-প্রেমিকাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে প্রেমিকা গরিব ...

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগউখিয়ায় অনিয়ম নিয়ে কথা বলায় চাকরি হারালেন এনজিও কর্মী

উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন উন্নয়ন সংস্থায় স্থানীয় মাঠকর্মীদের দেদারসে ছাঁটাইয়ের মিশন চলছে সম্প্রতি ...