প্রকাশিত: ২৭/১০/২০২১ ৭:৪১ পিএম , আপডেট: ২৭/১০/২০২১ ৭:৪২ পিএম

বিশেষ প্রতিবেদক::
টেকনাফকে নিয়ে সারাদেশে একটি দুর্নাম রয়েছে এ থেকে পরিত্রান পাওয়ার একমাত্র উপায় খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে উজ্জীবিত রাখা। আগামীতে গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করার জন্য তিনি স্পন্সর হওয়ারও ঘোষণা দেন। খেলোয়ার, ক্রীড়ামোদী দর্শক ও যুবসমাজ এগিয়ে আসলে টেকনাফ থেকে মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। এইজন্য উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
আজ বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে সাবেক সাংসদ আবদুর রহমান বদি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর আয়োজনে ছিলেন-উপজেলা রেফারীজ অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশন।
পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন- সাবেক সাংসদ আবদুর রহমান বদি, বিশেষ অতিথি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজ চৌধুরী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও উপজেলা রেফারীজ অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশন সভাপতি ফরহাদুজ্জামান, সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদ, পৌরসভা আ,লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর, যুগ্নসম্পাদক মাহবুব মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন, নির্বাহী সদস্য ও সাংবাদিক নুরুল হোসাইন, সেন্টমার্টিন ইউপির সদস্য হাবিব খান ও আবদুর রহমান প্রমূখ ।
গত ২৮ শে সেপ্টেম্বর উপজেলার ১৬টি দলের অংশগ্রহণের মাধ্যমে নকআউট পদ্ধতিতে খেলার উদ্বোধন করা হয়েছিল। পরবর্তীতে এই দুইটি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। ফাইনাল খেলায় সেন্টমার্টিন একাদশ ১-০ গোলে নাফ নদী একাদশ হ্নীলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন-আবুল কাশেম কুতুবী, মোহাম্মদ উল্লাহ, মো সোহেল ও মোহাম্মদ মালেক । খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, একটি ছোট্ট উপজেলায় প্রায় ২০-২৫ হাজারের মতো এতো মানুষের খেলা দেখার আগ্রহে আমি অভিভূত হয়েছি। এখানকার ক্রীড়ার উন্নয়নে যা যা করার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

m

পাঠকের মতামত

বদি যদি আমাকে সন্তান হিসেবে মেনে নেন, তাহলে মনোনয়ন প্রত্যাহার করবো

কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ...

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ফোরামের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ফোরামের একটি গাড়ির (চট্টমেট্রো চ-১১৮৬৫৯) ধাক্কায় দু’বছরের এক রোহিঙ্গা শিশুর ...