বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ১০:১৩ এএম
কক্সবাজারে বেড়াতে এসে আমেরিকা প্রবাসী এক দম্পতিকে সাগর পাড়ের একটি হোটেলে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কক্ষ থেকে কথিত তোয়ালে চুরির অভিযোগ তুলে হোটেলের লোকজন ব্যাগ তল্লাশির নামে ডলার ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে ওই দম্পতি।
সোমবার (২৪ জুন) কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন হেনস্থার শিকার বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক শেখ মোহাম্মদ আলী রনি। এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি পদবির পুলিশ সুপার আপেল মাহমুদ কালের কন্ঠকে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা এটি।

আমি অভিযোগ পেয়ে ওই হোটেলের মালিক ও ম্যানেজারকে ডেকেছি। পর্যটন শিল্পের স্বার্থে ব্যাপারটি নিয়ে কঠোর ব্যবস্থা নেব।’ 

হেনস্তার শিকার আমেরিকান নাগরিক শেখ মোহাম্মদ আলী রনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা। তিনি আমেরিকার নিউইয়র্ক শহরে বসবাস করেন।

আজ বিকেলে যোগাযোগ করলে তিনি কালের কণ্ঠকে জানান, গত ২০ জুন কক্সবাজার হোটেল মোটেল জোন এলাকায় ‘হোটেল কক্স ওয়েস্ট ইন’র ৬০৩ নম্বর হোটেল কক্ষে ওঠেন স্ত্রীসহ। পরদিন সকাল ১১টায় যথাসময়ে তারা হোটেল কক্ষ চেক আউট করেন। ব্যাগ হোটেলের অভ্যর্থনা কক্ষে রেখে বাইরে একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে যান। খাবার খেয়ে হোটেলে ফিরলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তোয়ালে চুরির অভিযোগ তোলে।
পরে ব্যাগ তল্লাশির জন্য জোর জবরদস্তি শুরু করে। 

রনির অভিযোগ, এক পর্যায়ে সিসি ক্যামেরার আড়ালে ব্যাগ নিয়ে জোরপূর্বক ব্যাগ তল্লাশি করা হয়। কিন্তু এ সময় কোনো তোয়ালে পাওয়া যায়নি। বাসায় গিয়ে ব্যাগ থেকে এক হাজার ডলার এবং দেড় ভরি ওজনের স্বর্ণের একটি ব্রেসলেট পাওয়া যায়নি বলে দাবি তার।

হোটেলের জেনারেল ম্যানেজার আবুল হোসাইন মিলন সংবাদকর্মীদের জানিয়েছেন, ঘটনার সময় তিনি হোটেলে উপস্থিত ছিলেন।
পর্যটক দম্পতির বিরুদ্ধে হাউজ কিপিং বয় তোয়ালে চুরির অভিযোগ তোলেন। হোটেল ডেস্কে থাকা কর্মকর্তারা ব্যাগ তল্লাশী করেন। পর্যটকের ব্যাগ থেকে কোনো জিনিস নেওয়া হয়নি।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...