প্রকাশিত: ১০/০৫/২০২০ ৭:৫৩ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
ঈদ সামনে রেখে দোকান খোলার অনুমতি পেলেও কক্সবাজার ব্রাদার্স ব্যবসায়ী কল্যাণ সমিতির আওতাধীন সকল মার্কেটের দোকান ভাড়া আপাততঃ দুই মাস মওকুফ ঘোষণা করা হয়েছে।
সেই সঙ্গে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ফজল মার্কেট, শফিক সেন্টারসহ সকল মার্কেট/দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কেট মালিকেরা।
রবিবার (১০ মে) মার্কেট মালিকসহ ব্রাদার্স ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি আমিনুল ইসলাম হাসানের সভাপতিত্বে জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, আপন টাওয়ারের মালিক ও দৈনিক আপন কন্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ হোছাইন (বি এ)।
এছাড়া ব্রাদার্স ব্যবসায়ী কল্যাণ সমিতির আওতাধীন সকল মার্কেটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মার্কেট মালিকদের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা পোষণ করেছে দোকানদারেরা।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...