প্রকাশিত: ২৭/১২/২০২১ ৭:৪৪ এএম

চতুর্থ দফায় কক্সবাজারের চকরিয়ায় ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৪ জন ও বিদ্রোহী প্রার্থী ২ জন এবং জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) ২ জন প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তবে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ রুমেল ৬৭ ভোট পেয়ে রেকর্ড গড়েছেন। তিনি ৯টি ওয়ার্ডের সবকটি মিলিয়ে সর্বমোট ৬৭ ভোট পান।

এর আগে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চকরিয়ার কৈয়ার বিল ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল বকেয়া রেখা ৯৯ ভোট পেয়ে সারাদেশে আলোচনায় এসেছিলেন।

এইবার তাকেও হার মানিয়ে ৬৭ ভোট পেয়ে গড়েছেন নতুন রেকর্ড!
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে দেখা যায়, চিরিঙ্গা ইউনিয়নে ১০ হাজার ৪৩০ জন ভোটারের মধ্যে ৮৮১৭ জন ভোটার ভোট দিয়েছেন। তন্মধ্যে ৩ হাজার ৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন চৌধুরী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট। ইউনিয়নে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী নাজের হোসেন ৭১ ভোট পেলেও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ রুমেল পেয়েছেন ৬৭ ভোট।

পাঠকের মতামত

সময়ের আলো’র নাইক্ষ‌্যংছড়ি প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক নুর মোহাম্মদ

দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে চুড়ান্ত নিয়োগ পেলেন ...