ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ১০:১৩ এএম

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর বহমান বদি বলেছেন, ‘উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সম্পর্ক রয়েছে। সরকারের দুর্নাম রটাতে বিএনপির নেতার সঙ্গে হাতে মিলিয়েছে যুবলীগের সভাপতি। আর রিজভীও উপজেলা যুবলীগ সভাপতির কথা শুনে পাগল হয়ে আমার নামে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন। কিন্তু জনগণ বদিকে ভালোবাসে। তাই তাদের বক্তব্য বদিকে বিশ্বব্যাপী পরিচিতি দিচ্ছে, সেটা ভালো হোক মন্দ হোক।’

আজ সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি আব্দুর বহমান বদি বলেন, ‘ইয়াবার বিরুদ্ধে প্রতিবাদ করায় সব ইয়াবা কারবারি এক হয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের পক্ষে কাজ করছে। ইয়াবা কারবারিদের বিরুদ্ধে এই আমার যুদ্ধ। আমার সঙ্গে উপজেলাবাসীও ভোটের মাধ্যমে ইয়াবা কারবারিদের প্রতিরোধ করবে।’

উল্লেখ্য, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম এবারও চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি বদির পছন্দের প্রার্থী জাফর আলম। গত নির্বাচনেও জাফর আলমকে হারিয়ে নুরুল আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। স্থানীয় রাজনীতিতে নুরুল আলম বদির বিরোধী হিসেবে পরিচিত।

গত বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে থানায় জিডি করেছেন নুরুল আলম। যদিও বদি এ ঘটনা মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। বদি বলেন, ‘নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে মানুষকে বিভ্রান্ত করছে এবং আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে নুরুল আলম।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের বিক্ষোভ: বিএনপি পিআর বুঝে না, প্রশাসনকে হুঁশিয়ারি

কক্সবাজারের উখিয়ায় কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ...

বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উখিয়ার তিন শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মুজিবুর রহমান:: বাংলাদেশ টেলিভিশন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ...