প্রকাশিত: ০১/১১/২০১৬ ৪:৪৯ পিএম , আপডেট: ০১/১১/২০১৬ ৪:৫০ পিএম

examination-pic

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি,

চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন এসএসসি ভোক: পরীক্ষা কেন্দ্রে ১৬৬ জন পরীক্ষার্থীদের মধ্যে প্রথম দিনে ১ নভেম্বর ১০ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। কেন্দ্র নং চকরিয়া ৭৪০০২ এ অনুষ্ঠিত পরীক্ষায় এ কেন্দ্রে ১২০ জন ছাত্র ও ৪৬ জন ছাত্রী রয়েছে। মঙ্গলবার বাংলা ১ম পরীক্ষায় ১১৪ জন ছাত্র ও ৪২ জন ছাত্রী অংশ গ্রহণ করেন। তৎমধ্যে ৭ জন ছাত্র ও ৩ জন ছাত্রী অনুপস্থিত রয়েছে। যথারীতি সকাল ১০ টায় পরীক্ষা আরম্ভ হয়ে দুুপুর ১ টায় শেষ করা হয়। প্রথম দিনের পরীক্ষা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সচিব- ভারপ্রাপ্ত কর্মকর্তা কিশলয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষায় ১৬৬ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে ৭ জন ছাত্র ও ৩ জন ছাত্রী। এ কেন্দ্রে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৬ জন পরীক্ষার্থী রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় ও ডুলাহাজারা ইসলামীয়া আরবীয়া দাখিল মাদ্রাসা। হল তত্বাবধায়কের দায়িত্ব পালন করেন কিশলয় সিনিয়র শিক্ষক তড়িৎ কুমার দত্ত। হল পরিদর্শণ করেন চকরিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোরুল কাদের ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন চকরিয়া থানা পুলিশ।

পাঠকের মতামত

চট্টগ্রামে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ ...

উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু

কক্সবাজারের উখিয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...