প্রকাশিত: ২৩/০৬/২০২০ ১০:৪২ এএম

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহেশখালী উপজেলা শাখার বর্তমান সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক, কক্সবাজারের সিনিয়র আইনজীবী এড. ছালামত উল্লাহ রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মরহুম এই বিএনপির নেতার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে পাঠানো এক শোক বার্তায় সালাহউদ্দিন আহমদ বলেন, এডভোকেট ছালামত উল্লাহ রানা ছিলেন একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী নেতা ও কর্মী। তিনি আজীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের লড়াই করে গেছেন।

তিনি মনে করেন, ছালামত উল্লাহ রানার আকস্মিক মৃত্যু কক্সবাজার জেলায় বিএনপির রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তার শূণ্যতা সহজেই পূরণ হবার নয়। তিনি জাতীয়তাবাদী রাজনীতির পাশাপাশি আইন অঙ্গনেও বিএনপি নেতা-কর্মী ও জাতীয়তাবাদী আদর্শের জন্য লড়াই করে গেছেন।

তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মরহুম ছালামত উল্লাহ রানাকে যেন মহান আল্লাহ তার ভুল-ত্রুটি ক্ষমা করে বেহেস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্টিত করেন।

প্রসঙ্গত, এডভোকেট ছালামত উল্লাহ রানা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, জাতীয়তাবাদী দল বিএনপির মহেশখালী উপজেলা শাখার বর্তমান কমিটির সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক। এছাড়াও তিনি কক্সবাজার জেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন।

তিনি আজ সোমবার (২২ জুন) রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি বিশ^ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পাঠকের মতামত

আরসার প্রধানকে মুক্ত করতে বাংলাদেশি নৌকা ছিনতাইয়ের আহ্বান রোহিঙ্গা যুবকের

মায়ানমারভিত্তিক রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) প্রধান জুনুনীর মুক্তির দাবিতে রোহিঙ্গাদের ঝাঁপিয়ে পড়তে ...

খুনিদের শাস্তির দাবিতে ফুঁসে উঠলো জনতা উখিয়ায় নিহত কামাল মেম্বারের জানাজায় শোকাহত মুসল্লির ঢল

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেন ...

তাসনীম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য: চাকরি থেকে বরখাস্ত মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেত্রী তাসনীম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ...