প্রকাশিত: ১৩/০৫/২০২০ ৩:০৮ পিএম , আপডেট: ১৩/০৫/২০২০ ৩:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক :
আজ বুধবার দুপুর ১২ টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলা ডাকঘরের অধীন্স্হ ৫ টি শাখা ডাকঘর যথাক্রমে,চাকবৈঠা,বালুখালী,ইনানী,রত্নাপালং ও মরিচ্চা শাখা ডাকঘরের মোট ১৫ জন অস্হায়ী চাকুরি জীবীদের ত্রাণ সহায়তা প্রদান করেন,উখিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোঃ নিকারুজ্জামান চৌধুরী,এই সময় উপস্হিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ অাল মামুন,হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ অালম,উখিয়া উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার জনাব এস এম জসিম,ইউএনও অফিসের যথাক্রমে মোঃ সালাউদ্দিন,কপিল উদ্দিন ও পিআইও অফিসের কামরুল ইসলাম কমুরু প্রমূখ।ত্রাণ বিতরণ বিষয়ে ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী স্যার বলেন,শাখা ডাকঘরের এই কর্মচারীগুলো গ্রামে গন্জে স্বল্প সম্মানীর ভিক্তিতে এলাকার মানুষদের সেবা দিয়ে থাকে,তাদেরকে কিছু দিতে পেরে অামার নিজেরও ভাল লাগতেছে।

পাঠকের মতামত

অনিশ্চয়তার মুখে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা শিশুর শিক্ষাজীবন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আর্থিক সংকটে প্রায় ৬ হাজার ৪০০ এনজিও-পরিচালিত অনানুষ্ঠানিক স্কুলে ক্লাস নেওয়া বন্ধ ...