প্রকাশিত: ২৭/০১/২০১৮ ৭:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে দুর্বৃত্তের হামলায় সিএনজি সমিতির নেতা শাহ আলম (৩৮) নিহত হয়েছেন। ২৬ জানুয়ারী রাত ৯ টার দিকে চিহ্নিত কিছু দুর্বৃত্ত মরিচ্যা পান বাজারে তার উপর লাটিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় গুরুত্বর জখম শাহ আলমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত শাহ আলম রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ারদীঘি মৃত ঠান্ডা মিয়ার ছেলে।
এদিকে এঘটনায় বিক্ষুব্ধ সিএনজি সমিতির নেতা ও শ্রমিকরা মরিচ্যা বাজারে সড়ক অবরোধ করেছে। এতে কক্সবাজার-টেকনাফ সড়কে গাড়ী চলাচল বন্ধ থাকে।
উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিএনজি সমিতির সভাপতি আবুল হাশেম আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।

পাঠকের মতামত

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...