কক্সবাজারে এনসিপির নেতারা সত্য উন্মোচন করেছেন : নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কক্সবাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতারা সত্য উন্মোচন ...
উখিয়ার যন্ত্রদানব খ্যাত টমটমের ধাক্কায় এক বয়োবৃদ্ধা নিহত হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের মাথায় এ দূর্ঘটনাটি ঘটে। পুলিশ নিহত বয়োবৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে। রাজাপালং ইউনিয়নের তুতুরবিল বাঘঘোনা গ্রামের হতদরিদ্র আবু ছৈয়দের স্ত্রী জরিনা খাতুন (৩৫) রবিবার ১০ টার দিকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন চিকিৎসা নেওয়ার জন্য। চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের মাথায় পৌছঁলে কোটবাজার থেকে আসা একটি টমটম গাড়ী বয়োবৃদ্ধা ধাক্কা দিলে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। এমতাবস্থায় তাকে এমএসএফ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে বয়োবৃদ্ধা জরিনা খাতুন মারা যায়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
পাঠকের মতামত