প্রকাশিত: ০৮/০৯/২০১৬ ৯:১২ পিএম

UkhiyaNews.pউখিয়া নিউজ ডটকম::

উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে “অতীতকে জানব আগামীকে গড়ব”  স্লোগানে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। আলোচনা সভার  উপজেলা প্রশাসনের উদ্যোগে  বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়েছে। উক্ত আলোচনা সভায়, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামীৗম ভুইয়া, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সেপেক্টর অশোক কুমার আর্চজ্য, উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশিদ প্রমূখ।

পাঠকের মতামত

এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক সেবা নাকি নতুন দ্বন্দ্বের সূচনা?

উখিয়া উপজেলার দক্ষিণের গ্রাম গয়ালমারা। এখানেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ (Médecins Sans Frontières) ...