প্রকাশিত: ২০/১১/২০১৬ ৭:১৯ এএম

yabaমোঃ রেজাউল করিম, ঈদগাঁও::

ঈদগাঁও থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করা হয়েছে। স্থানীয় তদন্ত কেন্দ্র পুলিশ ১৯ নভেম্বর সন্ধ্যায় সৌদিয়া চেয়ারকোচ তল্লাশী চালিয়ে উক্ত ইয়াবাসহ মহিলা ও সন্দেহজনক তিন জনকে আটক করে। আটককৃত মহিলা আয়েশা বেগম (৩৫) টেকনাফ পৌরসভার ইসলামাবাদের হেলাল মুন্সীর ২য় স্ত্রী এবং পৌরসভা ৬নং ওয়ার্ড কলেজ পাড়ার কাঁচামাল ব্যবসায়ী কালা মিয়া ও নূর আয়েশা বেগমের মেয়ে। তদন্ত কেন্দ্র টু-আইসি আমজাদ আলী চৌধুরী জানান, তিনি সোর্স মারফত খবর পেয়ে ঈদগাঁও বাসস্টেশনে চট্টমেট্রো-ব-১১০৬৮৩ নং এর একটি সৌদিয়া চেয়ারকোচে তল্লাশী চালান। গাড়ীটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। এসময় তিনি ধৃত আয়েশা বেগমের সিটের সম্মুখে লুকানো অবস্থায় প্রায় দেড় হাজার পিস ইয়াবা জব্দ করেন। অভিযানে অংশ নেয়া এএসআই মহিউদ্দীন জানান, উক্ত গাড়ীতে একই টিকেটে ৪ জন যাত্রী কক্সবাজার থেকে রওয়ানা দেয়। তল্লাশীর পর সন্দেহজনকভাবে একই টিকেটের বাকী তিন যাত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত ইয়াবা পাচারে তাদের সম্পৃক্ততার কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। এদিকে আটক আয়েশা বেগমের বিরুদ্ধে পুলিশ মাদক আইনে মামলার প্রস্তুতি চালাচ্ছিল। তবে ধৃত মহিলা অপর তিন যাত্রীর ব্যাপারে কিছুই জানেন না বলে উপস্থিত সাংবাদিকদের জানান। অন্য সূত্রমতে, জব্দ করার পরপরই পুলিশ বিপুল পরিমাণ ইয়াবা গায়েব করে ফেলে। ইয়াবা জব্দের ঘটনায় তদন্ত কেন্দ্রে স্থানীয় সাংবাদিক ও উৎসাহী জনগণের ভিড় পরিলক্ষিত হয়। এক প্রশ্নের জবাবে টু-আইসি বাকী তিন জনের ব্যাপারে খোঁজ খবর নিয়ে যথাসময়ে তথ্য সরবরাহ করা হবে বলে জানান। অন্যদিকে আটকদের ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবির শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...