
উখিয়া নিউজ ডটকম::
তরতাজা মাল্টা। একটু চাপ দিতেই মনে হল পচা! খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গে বেরিয়ে এল ইয়াবা।নারিকেলের ছোবড়ার পর এবার মাল্টার ভেতর থেকে বেরিয়ে এল ৬০০ ইয়াবা। সাতকানিয়া থানা পুলিশ ইয়াবাভর্তি এসব মাল্টা উদ্ধার করেছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে যাত্রীবাহী বাসযোগে কক্সবাজার থেকে ইয়াবার চালান যাওয়ার খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই মো. মিজানুর রহমান, মো. শহীদুল ইসলাম ও এএসআই মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশ সড়কের সাতকানিয়ার জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে। যানবাহন তল্লাশির বিষয়টি বুঝতে পেরে ইয়াবা বহনকারী কক্সবাজারের টেকনাফের কাচারপাড়ার শেখ আহমদের ছেলে মো. আবছার এবং একই উপজেলার পূর্ব সিকদারপাড়ার আলী আহমদের ছেলে হেলাল উদ্দিন পুলিশের চেকপোস্টের একটু আগে গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁদের নাম ঠিকানা জানতে চাইলে তাঁরা বিভ্রান্তিকর তথ্য দেন। সন্দেহ হওয়ায় পুলিশ তাঁদের দেহ ও সঙ্গে থাকা পলিথিনে তল্লাশি চালায়। তখন পলিথিনে মাল্টা পাওয়া যায়।
মাল্টাগুলো দেখতে তরতাজা মনে হলেও ধরে দেখলে মনে হচ্ছে স্বাভাবিকের চেয়ে একটু বেশি নরম। পরে মাল্টার খোসা ছাড়ানোর সাথে সাথে বেরিয়ে এল ইয়াবার প্যাকেট।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন জানান, গ্রেপ্তার দুজনই পেশাদার ইয়াবা বিক্রেতা। তাঁরা ইতোপূর্বে বেশ কয়েকবার কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকার মোহাম্মদপুরে বিক্রি করার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদেরর বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা হয়েছে।
পাঠকের মতামত