প্রকাশিত: ২৬/০১/২০১৮ ২:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
অবৈধভাবে প্রবেশের অভিযোগে শো সো লীন নামে মিয়ানমারের এক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, নগরীর শাহ আমানত সেতু এলাকায় টহলের সময় শো সো লীনকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় নিজেকে মিয়ানমারের ব্যবসায়ী পরিচয় দেন তিনি। কিন্তু বাংলাদেশে আসার কারণ ও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে কর্ণফুলী থানায় মামলা দেয়া হবে বলেও জানায় পুলিশ।

পাঠকের মতামত

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...