প্রকাশিত: ২৩/০৮/২০১৭ ৯:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪১ পিএম

ঢাকা : নারায়ণগঞ্জের জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন এর মেয়ে মায়শা ওয়াজেদ প্রাপ্তিকে (১৭) অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (২৩ আগস্ট) রাত সোয়া ৮টায় তাকে ঢামেকে নিয়ে আসা হয়। এরপর তার পাকস্থলী পরিষ্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

তার বাবা পিপি ওয়াজেদ আলী খান জানান, প্রাপ্তি বিকালের দিকে বাসা থেকে নারায়ণগঞ্জের সদরের ক্লাব এর বিপরীতে একটি কোচিং সেন্টারে যায়। সেখানে কোচিং সেন্টারের সামনে ৩/৪ জন লোক তাকে জোর করে মিস্টি খাওয়ায়। এসময় তারা বলে ” তোমার বাবা তো আমাদের একটি ভাল সংবাদ দিয়েছে। এই নাও মিষ্টি খাও”।

এর কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঢামেকে নিয়ে আসা হয়।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ একেএম তারেক শীর্ষনিউজকে জানান, মেয়েটিকে স্টোমাক ওয়াশ (পাকস্থলী পরিষ্কার) করা হয়েছে। এরপর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

পাঠকের মতামত

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদ মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ...

৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ...

জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান

জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...