প্রকাশিত: ০১/০১/২০২২ ৯:২৩ এএম , আপডেট: ০১/০১/২০২২ ৯:৩২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
২০২১ সালের শেষ দিনে শুক্রবার ৩১ ডিসেম্বর কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৭০ জনের নমুনা টেস্ট করে ৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। বাকী ৪৬৫ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ৩১ ডিসেম্বর করোনা শনাক্ত হওয়া ৫ জন রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১ জন, টেকনাফ উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ১ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২ জন রয়েছে।

এদিকে, গত ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত একটানা ৬ দিন কক্সবাজারে কোন করোনা রোগী শনাক্ত করা হয়নি। এ ৬ দিনে নমুনা টেস্টের সকল রিপোর্ট নেগেটিভ আসে।

এছাড়া, এর আগে আরো ৫ দিন যথাক্রমে গত ২১ ডিসেম্বর, ১৮ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর, ৪ ডিসেম্বর এবং ৩০ নভেম্বরও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনার নমুনা টেস্ট করে কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

পাঠকের মতামত

উখিয়ার সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ডিসি’র মতবিনিময়

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ...

কক্সবাজারে দুই শিশুসহ মা কারাগারে, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নলকূপের পানি চলাচল নিয়ে প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই শিশুসহ এক নারীকে ...