প্রকাশিত: ১৫/০২/২০১৭ ৯:১৪ এএম , আপডেট: ১৫/০২/২০১৭ ১০:৫৭ এএম

নিউজ ডেস্ক :sala
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ভারতের কারাগারে আটক বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদসহ ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সালাহ উদ্দিনসহ ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, আসামিরা মামলার শুরু থেকেই পলাতক থাকায় বিচারক পরোয়ানা জারি করেছেন। আগামী ২ এপ্রিল তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য হয়েছে। মামলার অন্যতম আসামি বিএনপি নেতা আমান উল্লাহ আমান গত মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিনের জন্য আদালতে আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য নেতারা হলেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেল, আজিজুল বারী হেলাল ও সাইফুল ইসলাম নিরব প্রমুখ। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী এলাকার গোলাপবাগ মোড়ে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা লোহার রড ও লাঠি দিয়ে যানবাহন ভাঙচুর করে ও বলাকা পরিবহনের একটি গাড়ি পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে ভারত দিয়ে অস্ত্র আসছিল বাংলাদেশে

বাংলানিউজ২৪:: মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘চিন ন্যাশনাল ফ্রন্ট’ (সিএনএফ)-এর একজন শীর্ষস্থানীয় নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভারতের ...

টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতিবিরোধী ...