
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), পুলিশ, ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থার সদস্যদের দেশটি নৌবাহিনীর জাহাজে ফিরিয়ে নিতে চায়। এ ব্যাপারে আগামী কয়েক দিনের মধ্যে প্রক্রিয়া শুরু হচ্ছে।
গতকাল বুধবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় মিয়ানমারের দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এমন আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। এদিন মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিডোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের আলোচনাতেও বিষয়টি এসেছে।
আন্তমন্ত্রণালয়ের সভায় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হন।
সভায় উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ নাফ নদীর পরিবর্তে আকাশপথে বান্দরবানে আশ্রয় নেওয়া মিয়ানমারের লোকজনকে ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু মিয়ানমার তাদের নাগরিকদের আকাশপথে ফেরাতে চায় না। এই পরিস্থিতিতে মিয়ানমার তাদের লোকজনকে সমুদ্রপথে নিতে চায়।
বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারের লোকজনকে কীভাবে ফেরত নেওয়া হবে, জানতে চাইলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মিয়ানমার নৌবাহিনীর নৌযান বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে। এর আগে আন্তর্জাতিক রীতি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে হবে। আশা করা যায়, আগামী কয়েক দিনের মধ্যে মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে।
আন্তমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, মিয়ানমারের ৩২৮ জন নাগরিককে কীভাবে ফিরিয়ে দেওয়া যাবে, সেটা সভার মূল আলোচ্য বিষয় ছিল।
গতকাল আরাকান আর্মিসহ বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে নতুন করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সামরিক কমান্ডারসহ ৬৪ জন টেকনাফের হোয়াইক্ষ্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে। এ নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন ৩২৮ জন মিয়ানমারের নাগরিক।
পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা তাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে আকাশপথে অগ্রাধিকার দিয়েছিলাম। তবে এসব লোকজনে ফেরত পাঠানোর ক্ষেত্রে যেটা সবচেয়ে নিরাপদ এবং দ্রুততম সময়ে করা যায়, সেটা আমাদের অগ্রাধিকার থাকবে।’
রাখাইনের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করেছে কি না, এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব বলেন, সরাসরি কোনো ঝুঁকি দেখছি না। বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি আছে, যাতে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়।
বাংলাদেশে আশ্রয় নেওয়া লোকজনকে দ্রুত ফেরত নেওয়ার পাশাপাশি রাখাইনের সংঘাত যাতে এ দেশে কোনোভাবে ঝুঁকি তৈরি না করে, সে বিষয়ে ব্যবস্থা নিতে মিয়ানমারকে অনুরোধ জানানো হয়েছে। গতকাল দুপুরে নেপিডোতে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন।
কী কী বিষয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে গতকাল সন্ধ্যায় নেপিডো থেকে মুঠোফোনে রাষ্ট্রদূত মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাখাইনের অস্থিরতা যাতে বাংলাদেশে নিরাপত্তাঝুঁকিসহ কোনো ধরনের প্রভাব না ফেলে, সে বিষয়ে তাঁকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি। মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে বাংলাদেশের ভূখণ্ডে হতাহতের ঘটনায় লোকজন উদ্বিগ্ন। তবে বাংলাদেশ দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে।
মিয়ানমারকে এই পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সতর্ক থাকা উচিত। এ ছাড়া দুই দেশের সম্পর্ক স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে হলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করাটা জরুরি।
মনোয়ার হোসেন জানান, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোরালো আশ্বাস দিয়েছেন।
ঘটনাপ্রবাহঃ মিয়ানমার সীমান্তে উত্তেজনা
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের হেলিকপ্টার ভূপাতিত!
০৮/০২/২০২৪ ২:৫৯ পিএমমিয়ানমারের গুলির শব্দে ফের কাঁপছে উখিয়া-টেকনাফ সীমান্ত
০৮/০২/২০২৪ ৯:৩০ এএমমিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ৬৩ সদস্য পালিয়ে বাংলাদেশে
০৭/০২/২০২৪ ২:৫৯ পিএমআজ সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন বিজিবি মহাপরিচালক
০৭/০২/২০২৪ ৯:৩৮ এএমউখিয়ার সীমান্তে অস্ত্রসহ আটক ২৪, বাধা দেওয়ায় হাতবোমা বিস্ফোরণ
০৭/০২/২০২৪ ৭:২১ এএমআকাশসীমা লঙ্ঘন না করতে মিয়ানমারকে ঢাকার সতর্কবার্তা
০৭/০২/২০২৪ ৭:১৮ এএমসীমান্তের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া শুরু
০৬/০২/২০২৪ ৭:৫৪ পিএমউখিয়ার সীমান্ত ভেতরে ঢুকে যুদ্ধ করছে বিজিপি
০৬/০২/২০২৪ ৩:৫০ পিএমরোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ
০৬/০২/২০২৪ ২:৪৬ পিএমমিয়ানমার সংকট : শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে অজিত দোভালের
০৬/০২/২০২৪ ১:০৫ পিএমআবারও মিয়ানমার থেকে ছোড়া গোলা এসে পড়ল বাংলাদেশে
০৬/০২/২০২৪ ১০:৪০ এএমবাংলাদেশের ভেতরে মিয়ানমারের গোলা, কড়া প্রতিবাদ বিজিবির
০৬/০২/২০২৪ ১০:২১ এএমমিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হচ্ছে
০৬/০২/২০২৪ ১০:১৯ এএমসীমান্তে বিজিবি সদস্যদের ধৈর্য ধারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫/০২/২০২৪ ৬:৩১ পিএমমিয়ানমারে ৬২ সৈন্যকে হ ত্যা, আরও ঘাঁটি দখলে নিলো বিদ্রোহীরা
০৫/০২/২০২৪ ৪:১২ পিএমসীমান্তে আবারো গোলাগুলি: অনুপ্রবেশের সময় রোহিঙ্গা পরিবার আটক
০৫/০২/২০২৪ ২:২৪ পিএমসীমান্তে গোলাগুলি, ঝুঁকি নিয়েই খুলেছে রহমতের বিল প্রাথমিক বিদ্যালয়
০৫/০২/২০২৪ ১:৩৬ পিএমপুরো রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই চালাব: তুন মিয়াত নাইং
০৫/০২/২০২৪ ১০:০২ এএমকঠোর নিরাপত্তায় মিয়ানমার সীমান্তরক্ষীদের চিকিৎসাসেবা
০৫/০২/২০২৪ ৯:৫৩ এএমমিয়ানমার থেকে পালিয়ে ৯৫ সীমান্তরক্ষী বাংলাদেশে
০৫/০২/২০২৪ ৯:৪৭ এএম
 
 
 
 
 
 
 
 
 
পাঠকের মতামত