আতিকুর রহমান মানিক, কক্সবাজার::
বহুল আলোচিত কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার আবু মকছুদকে অবশেষে পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বদলী করা হয়েছে। এক বদলী আদেশে সম্প্রতি তাকে বান্দরবান জেলার আলীকদমে বদলী করা হয়। আবু মকছুদের বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা সমবায় অফিসার বকতিয়ার কামাল চৌধুরী। ভূক্তভোগীরা জানান, কক্সবাজার সদর উপজেলা সমবায় কর্মকর্তা আবু মকছুদ ইতিপূর্বে বহুমুখী দূর্নীতিতে জড়িয়ে পড়েন। বিভিন্ন সমিতি নিবন্ধন, দাপ্তরিক তদন্ত ও সমবায় বিষয়ক অন্যান্য অফিসিয়াল কাজে তিনি লাখ লাখ টাকার বাণিজ্য করেন। আদালত থেকে মামলা তদন্তের দায়িত্ব পেয়ে টাকার বিনিময়ে নিরপরাধ লোকজনের বিরূদ্ধে প্রতিবেদন দাখিল করেন তিনি। সূত্রে প্রকাশ, ২০১০ সালে বহিরাগত মাস্তান ও সাঙ্গপাঙ্গ নিয়ে জেলা সমবায় কর্মকর্তার অফিস ভাংচুর করেন আবু মকছুদ। এ নিয়ে স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে তদন্ত টীম আসলে বিভিন্ন কলাকৌশলে ব্যাপারটি ধামাচাপা দেন তিনি। এরকম আরো রকমারী অভিযোগে ইতিপূর্বে তাকে কয়েকবার বিভিন্ন জেলায় শাস্তিমূলক বদলী করা হলেও চেষ্টা-তদবীর করে কিছুদিন পরে আবারো সদর উপজেলায় ফিরে আসেন তিনি। সদর উপজেলা সমবায় অফিসার আবু মকছুদের বিভিন্ন অনিয়ম দূর্ণীতি নিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “আবু মকছুদের যত বদ মকছুদ” শিরোনামে ইতিপূর্বে তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র জানায়, বদলী ঠেকাতে কয়েকদিন আগে থেকে ঢাকায় অবস্হান করে তদবীরে ব্যস্ত রয়েছেন তিনি। এ ব্যাপারে আবু মকছুদের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে “ছুটিতে আছেন” বলে এ প্রতিবেদককে জানান। নবাগত সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা জামান ৩১ জুলাই যোগদান করেছেন বলে জানা গেছে।
পাঠকের মতামত