প্রকাশিত: ২২/০১/২০১৭ ৬:৩৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গারা নিজেরাই তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বলে মিয়ানমার সরকার যে অভিযোগ করছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি মিয়ানমার সফর শেষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন।

লি বলেছেন, ‘সরকারি কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, গ্রামের লোকেরাই তাদের ঘরবাড়ি পুড়িয়েছে। নিরাপত্তা বাহিনীর দুর্নাম রটানোর জন্যই রোহিঙ্গারা এ ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। তবে আমার কাছে এটা আজগুবি মনে হয়েছে এ কারণে যে, এই মরিয়া মানুষগুলো যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করছে, ঘরবাড়ি ছাড়া থাকার জন্যই নিজেদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে?’

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য দেশটিতে ১২ দিনের সফর শেষে লি বলেন, দেশটির সরকার রোহিঙ্গাদের ওপর দমন অভিযানের ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রে বাস্তবতা অস্বীকার করছে। এর ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে।

গত অক্টোবরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর একটি চেকপোস্টে অজ্ঞাত দুষ্কৃতকারীদের হামলায় ৯ সেনা নিহত হয়। এরপর রাখাইন প্রদেশের মুসলমানদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে বহু মানুষ নিহত ও শত শত ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে রোহিঙ্গা মুসলমানরা অভিযোগ করেছেন।

জাতিসংঘ জানিয়েছে, তখন থেকে এ পর্যন্ত ৮৬ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে। নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে ৬৫ হাজার রোহিঙ্গা। সুত্র:: রাইজিংবিডি.কম

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...